ভালোবাসা দিবস-ই মিলার টার্গেট
চলতি সময়ের পপক্রেজ মিলা স্টেজ প্রোগাম নিয়ে এতোই ব্যস্ত যে, তাকে দীর্ঘদিন তার নতুন কোনো অ্যালবাম বাজারে আসে নি। অথচ এ পর্যন্ত প্রকাশ পাওয়া মিলার তিনটি একক অ্যালবাম-ই অডিওবাজারে সুপারহিট। মিলার গানের ভক্তদের জন্য সুখবর, আসন্ন ভালোবাসা দিবসে মিলার নতুন গানের অ্যালবাম বাজারে আসছে।
‘ফেলে আসা’, ‘চ্যাপ্টার-২’ এবং ‘রি-ডিফাইন্ড’ শীর্ষক তিনটি সুপারহিট অ্যালবামের পর মিলার নতুন অ্যালবাম নেই দুই বছর হলো। অথচ মিলা দেশ-বিদেশ চষে বেড়াচ্ছেন স্টেজ শো মাতিয়ে।
বাংলানিউজ তার কাছে জানতে চেয়েছিল, তার নতুন অ্যালবামের খবর। মিল বললেন, নতুন অ্যালবাম প্রায় শেষ। শুধু ফিনিশিংটা বাকি। আসলে স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ততার কারণে অ্যালবামের জন্য সময় দেওয়াটা কঠিন হয়ে গেছে। তবু ভক্তদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন অ্যালবামের ফিনিশিং শুরু করেছি।
মিলা জানিয়েছেন, ভালোবাসা দিবসে তার চতুর্থ একক অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চান। সেটি সম্ভব না হলে মার্চের শুরুতেই অ্যালবামটি রিলিজ পাবে। তবে টার্গেট থাকছে ভালোবাসা দিবস।
মিলার নতুন অ্যালবামটির নাম অবশ্য এখনো চুড়ান্ত করা হয় নি।
বাংলানিউজ তার কাছে জানতে চেয়েছিল, তার নতুন অ্যালবামের খবর। মিল বললেন, নতুন অ্যালবাম প্রায় শেষ। শুধু ফিনিশিংটা বাকি। আসলে স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ততার কারণে অ্যালবামের জন্য সময় দেওয়াটা কঠিন হয়ে গেছে। তবু ভক্তদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন অ্যালবামের ফিনিশিং শুরু করেছি।
মিলা জানিয়েছেন, ভালোবাসা দিবসে তার চতুর্থ একক অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চান। সেটি সম্ভব না হলে মার্চের শুরুতেই অ্যালবামটি রিলিজ পাবে। তবে টার্গেট থাকছে ভালোবাসা দিবস।
মিলার নতুন অ্যালবামটির নাম অবশ্য এখনো চুড়ান্ত করা হয় নি।
No comments