সবচেয়ে বেশি ব্যবহূত নাম স্টিভ জবস
২০১১ সালে ইংরেজি ভাষার সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহূত নাম অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। গত বুধবার প্রকাশিত টেক্সাস-ভিত্তিক গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটরের বিশ্বব্যাপী এক জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়।
জরিপের ফল অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহূত শব্দ যুগল হলো ‘আরব বসন্ত’ ও ‘রাজকীয় বিয়ে’। সবচেয়ে বেশি ব্যবহূত একক শব্দের মধ্যে শীর্ষে রয়েছে ‘দখল’ (অকুপাই) ও ‘ঘাটতি’ (ডেফিসিট)।
এ ব্যাপারে গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটরের প্রেসিডেন্ট পল জে জে পায়াক বলেন, ‘এ বছর আমাদের এই জরিপের ফলাফলে বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার ব্যাপক প্রতিফলন ঘটেছে। উন্নত বিশ্বের বেশির ভাগ দেশে এই অনিশ্চয়তার বিরূপ প্রভাব পড়েছে।’
নিউইয়র্কে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন শুরু হওয়ার পর ইংরেজি ভাষার সংবাদমাধ্যমে ‘দখল’ শব্দটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক বিপর্যয়ের সূত্র ধরে ‘ঘাটতি’ শব্দটিও সংবাদমাধ্যমে অন্যতম বহুল ব্যবহূত শব্দ হিসেবে স্থান করে নেয়।
ইংরেজি ভাষার সংবাদমাধ্যমে ব্যবহূত ব্যক্তির নামের ক্ষেত্রে স্টিভ জবসের নাম প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নামকে টপকে যায়। সংবাদ মাধ্যমে লাদেনের চেয়ে ৩০ শতাংশ বেশি ব্যবহূত হয়েছে স্টিভ জবসের নাম। গত অক্টোবরে ৫৬ বছর বয়সে স্টিভ জবস মারা যান। ওসামা বিন লাদেন নিহত হন এ বছরের ১ মে।
জরিপের ফল অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহূত শব্দ যুগল হলো ‘আরব বসন্ত’ ও ‘রাজকীয় বিয়ে’। সবচেয়ে বেশি ব্যবহূত একক শব্দের মধ্যে শীর্ষে রয়েছে ‘দখল’ (অকুপাই) ও ‘ঘাটতি’ (ডেফিসিট)।
এ ব্যাপারে গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটরের প্রেসিডেন্ট পল জে জে পায়াক বলেন, ‘এ বছর আমাদের এই জরিপের ফলাফলে বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার ব্যাপক প্রতিফলন ঘটেছে। উন্নত বিশ্বের বেশির ভাগ দেশে এই অনিশ্চয়তার বিরূপ প্রভাব পড়েছে।’
নিউইয়র্কে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন শুরু হওয়ার পর ইংরেজি ভাষার সংবাদমাধ্যমে ‘দখল’ শব্দটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক বিপর্যয়ের সূত্র ধরে ‘ঘাটতি’ শব্দটিও সংবাদমাধ্যমে অন্যতম বহুল ব্যবহূত শব্দ হিসেবে স্থান করে নেয়।
ইংরেজি ভাষার সংবাদমাধ্যমে ব্যবহূত ব্যক্তির নামের ক্ষেত্রে স্টিভ জবসের নাম প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নামকে টপকে যায়। সংবাদ মাধ্যমে লাদেনের চেয়ে ৩০ শতাংশ বেশি ব্যবহূত হয়েছে স্টিভ জবসের নাম। গত অক্টোবরে ৫৬ বছর বয়সে স্টিভ জবস মারা যান। ওসামা বিন লাদেন নিহত হন এ বছরের ১ মে।
No comments