বাংলাদেশে 'দোহার'-এর নতুন অ্যালবাম by ওয়ালিউল মুক্তা

ম্পূর্ণ দেশীয় বাদ্যযন্ত্র আর বাঙালিয়ানার প্রাণসঞ্চারি গান করা দল কলকাতার 'দোহার'। এক যুগ ধরে পথচলা এ গানের দলটি বাংলাদেশের শ্রোতামহলে ব্যাপক নন্দিত হয়েছে। গত কয়েক বছর টিভি চ্যানেলের বিশেষ আয়োজনে গান পরিবেশন করে প্রশংসিত হয়েছে দলটি। শ্রোতাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে বাংলাদেশে প্রকাশ করতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম। আসছে বাংলা নববর্ষ বৈশাখে বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান 'দোহার'-এর অষ্টম অ্যালবাম প্রকাশ করবে বলে জানা গেছে।


গত শুক্রবার সকালে কলকাতা থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন 'দোহার' এর সদস্যরা। বিকেলে একান্ত আলাপচারিতায় দলটির উদ্যোক্তা ও গায়ক কালিকা প্রসাদ এ তথ্য জানান। অ্যালবাম সম্পর্কে তিনি বলেন, 'টিভি চ্যানেলে ঈদের বেশ কয়েকটি অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করতে গিয়ে আমরা দর্শকদের ভালোবাসা পেয়েছি। তাদের শ্রদ্ধা জানাতেই আমাদের এ প্রয়াস। অ্যালবামের সব গানের কাজ শেষের দিকে। এ দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এ বছরের শেষে অ্যালবামের নাম চূড়ান্ত করব।' দোহারের প্রথম অ্যালবাম 'বন্ধুর দেশে' প্রকাশ হয় ২০০০ সালে কলকাতায়। এ বছর বের হয় সপ্তম অ্যালবাম 'মাটির কেল্লা'। দলের সদস্যরা জানান, আগামী বছরের শুরুতে অ্যালবামের প্রকাশনার দিনক্ষণ চূড়ান্তভাবে ঘোষণা দিতে বাংলাদেশে আসবে বাংলা লোকজ গানের জনপ্রিয় এ দলটি। গতকাল সকালে ঢাকা ছেড়েছেন দোহারের সদস্যরা।

No comments

Powered by Blogger.