ফিরে দেখাঃ ওয়াল্টার র্যালে by ইমরান রহমান
বিখ্যাত ইংরেজ অভিযাত্রী, লেখক, কবি, স্যার ওয়াল্টার র্যালে ১৬১৮ সালের ২৯ অক্টোবর লন্ডনে পরলোক গমন করেন। তার প্রাথমিক জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তার জন্ম হয়েছিল ১৫৫২ খ্রিসল্টাব্দে। এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইংল্যান্ডের ডেভনের ইসল্ট বুডলে গ্রামে তিনি বেড়ে ওঠেন। ১৫৬৮ কিংবা ১৫৭২ খ্রিসল্টাব্দে র্যালে অক্সফোর্ডের অরিয়েল কলেজে আন্ডারগ্রাজুয়েট হিসেবে নিবন্ধিত হন।
রানী ১ম মেরির আমলে প্রোটেসল্ট্যান্টদের নিপীড়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে র্যালের বাবাকেও পালিয়ে বেড়াতে হতো। এতে র্যালের মধ্যে ক্যাথলিক বিরোধী মনোভাবের জন্ম নেয়। ১ম এলিজাবেথ যখন ইংল্যান্ডের রানী হয়ে আসেন তখন এই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। ১৫৭৯ থেকে ১৫৮৩ সাল পর্যন্ত র্যালে ডেসমন্ড বিদ্রোহ দমনে অংশ নিয়েছিলেন। এলিজাবেথান যুগে র্যালে ছিলেন অন্যতম শ্রেষ্ঠ কবি। ১৫৯১ সালে রানীর অনুমতি ছাড়া র্যালে লেডিজ ইন ওয়েটিং থ্রকমর্টনকে বিয়ে করেন গোপনে। এ কারণে রানী রুষ্ট হয়ে তাদের টাওয়ার অফ লন্ডনে নির্বাসিত করেন। পরবর্তী সময়ে অবশ্য তাদের মুক্ত করে দেয়া হয়। ১৬০৩ সালে রানীর মৃত্যুর পর র্যালে আবারও বন্দি হন রাজা ১ম জেমসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। ১৬১৮ সালের এই দিনে লন্ডনের হোয়াইট হলে শিরশ্ছেদ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
No comments