পাকিস্তানে সহিংসতায় ছয়জন নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উপজাতি-অধ্যুষিত এলাকায় গতকাল বৃহস্পতিবার ইসলামপন্থী জঙ্গি ও সরকারপন্থী স্থানীয় শান্তি কমিটির সদস্যদের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়কর্মকর্তারা এ কথা জানান।
আফগানিস্তানের সীমান্ত-সংলগ্ন পাকিস্তানের ওই এলাকায় সরকারি বাহিনী ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিদের লড়াইয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন করে আতঙ্ক দেখা দেওয়ায় গত মাসে ওই এলাকা থেকে ১৮ হাজারের বেশি মানুষ অন্যত্র পালিয়ে গেছে।
স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রেহান গুল খাত্তাক বলেছেন, সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সরকারপন্থী স্থানীয় শান্তি কমিটির সদস্য ও দুজন জঙ্গি।
আফগানিস্তানের সীমান্ত-সংলগ্ন পাকিস্তানের ওই এলাকায় সরকারি বাহিনী ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিদের লড়াইয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন করে আতঙ্ক দেখা দেওয়ায় গত মাসে ওই এলাকা থেকে ১৮ হাজারের বেশি মানুষ অন্যত্র পালিয়ে গেছে।
স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রেহান গুল খাত্তাক বলেছেন, সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সরকারপন্থী স্থানীয় শান্তি কমিটির সদস্য ও দুজন জঙ্গি।
No comments