স্মার্টফোনে আসছে উবুন্টু
কম্পিউটার এবং ল্যাপটপ বা নেটবুকে ব্যবহৃত হলেও এবার সেলফোনেও জায়গা করে নিচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেম [ওএস]। উবুন্টু প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ জানিয়েছেন, টেলিভিশন এবং স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য মোবাইল ডিভাইস সমর্থক উবুন্টু ওএস ছাড়া হবে। বর্তমানে ট্যাবলেট কম্পিউটারের অধিকাংশই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর। এজন্যই উবুন্টুর নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করা হচ্ছে।
ইতিমধ্যে লিনাক্সের ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুকে টিভি, ট্যাবলেট এবং স্মার্টফোনে আনতে বিভিন্ন হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন মার্ক সাটলওর্থ। আগামী বছরেই দেখা যতে পারে উবুন্টুর নতুন সংস্করণ। আগামীকাল অনুষ্ঠিতব্য উবুন্টু ডেভেলপার সম্মেলনে মার্ক সাটলওর্থ এ বিষয়ে বিস্তারিত জানাবেন।অবশ্য কোন কোন প্রতিষ্ঠান বা কবে নাগাদ উবুন্টু নিভর ডিভাইস আসবে তা এখনো নিশ্চিত নয়। তবে সাটলওর্থ তার বল্গগে লিখেছেন, ২০১৪ সালের এপ্রিল মাসের মধ্যে উবুন্টু সবধরনের ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে দেখা যাবে। এদিকে মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের সঙ্গে লড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে উবুন্টু। তবে স্মার্টফোন ভিত্তিক ওএস এর প্রতিযোগীর সংখ্যা বেশি। স্মার্টফোনের বাজার ধরতে হলে উবুন্টুকে গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েডের সঙ্গে টক্কর দিতে হবে। তবে বিনামূল্যের এই ওএস ব্যবহারবান্ধব এবং ফিচার সমৃদ্ধ হলে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্রতিযোগিতার মুখে পড়বে।
হ জোবায়ের ইসলাম
হ জোবায়ের ইসলাম
No comments