রাউজানে ধান কাটার ধুম by শফিউল আলম,
রাউজানে আমন ধান কাটার ধুম পড়েছে। উপজেলার পাহাড়ি ও উঁচু এলাকার কৃষকরা ঘরে তুলছেন পাকা আমন। তবে নিচু এলাকার জমির ধান ঘরে তুলতে আরও কয়েকদিন সময় লাগবে।সরেজমিনে ঘুরে পৌর এলাকার সুলতানপুরের ছত্রপাড়া এলাকার কৃষক গবী সুলতানকে নিজ জমি থেকে পাকা আমন ধান কাটতে দেখা গেছে। কৃষক সুলতান জানান, তিনি এবার ১ একর ৩০ শতক জমিতে পাইজাম ধানের চাষাবাদ করেছেন।
এ জন্য তার খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। ফলন আশানুরূপ ভালো হওয়ায় এবার তিনি ভালো লাভের আশা করছেন।
এদিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃক বানুপুর, গলাচিপা, পাঁচ পুকুরিয়া, বানারস, বৃন্দাবনপুর, জানিপাথর, এয়াছিননগর, গর্জনিয়া, হলদিয়া, উত্তর সর্তা, ২নং ডাবুয়ার লাঠিছড়ি, পশ্চিম ডাবুয়া, পূর্ব ডাবুয়া, কেয়াকদাইর, রামনাথপাড়া, সুরঙ্গা, রাধামাধবপুর, মেলুয়া, হিঙ্গলা, কলমপতি, দক্ষিণ হিঙ্গলা, ৩নং চিকদাইরের পাঠানপাড়া, দক্ষিণ সর্তা, গহিরার দলইনগর, কোতোয়ালি ঘোনা, নোয়াজিশপুরের ফতেনগর, পশ্চিম নোয়াজিশপুর, নদিমপুর, রাউজান পৌর এলাকার পূর্ব রাউজান, ঢালার মুখ, সুলতানপুর, জঙ্গল রাউজান, পশ্চিম রাউজান, শাহনগর, সাপলঙ্গা, দলিলাবাদ, ছত্রপাড়া, ঢেউয়াপাড়া, হাজীপাড়া, শরীফপাড়া, ৭নং রাউজানের পূর্ব রাউজান, রশিদাপাড়া, জয়নগর বরুয়াপাড়া, রানীপাড়া, শমসেরনগর, হরিশখানপাড়া, খলিলাবাদ, কেউটিয়া, মুহাম্মদপুর, ৮নং কদলপুরের ভোমরপাড়া, শমসেরপাড়া, মানছিপাড়া, ৯নং পাহাড়তলীর বণিকপাড়া, ঊনসত্তরপাড়া, শেখপাড়া, মহামুণি ও সন্দ্বীপপাড়ার কৃষকরাও অপেক্ষায় রয়েছেন ধান কাটার।
পাহাড়ি ও উঁচু এলাকায় ধান কাটা শুরু হলেও এখনও ধান কাটা শুরু হয়নি উপজেলার নিচু এলাকায়। পৌর এলাকার ছিটিয়াপাড়া, সুলতানপুর, কাজীপাড়া, পশ্চিম সুলতানপুর, মোবারক খীল, পশ্চিম গহিরা, ৬নং বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা, ইদিলপুর, জামমইন, ১১নং পশ্চিম গুজরার কাগতিয়া, কাশেমনগর, গোলজারপাড়া, আজিমের ঘাট, ডোমখালী, মগদাই, বদুর মুন্সিপাড়া, মীরধারপাড়া, পূর্ব গুজরার সাতবাড়ীয়া, উত্তর গুজরা, আঁধার মানিক, হোঁয়ারাপাড়া, বড় ঠাকুরপাড়া, পাহাড়তলীর খৈয়াখালী, দেওয়ানপুর, বদুপাড়া, বাগোয়ানের গশ্চি, পাঁচখাইন, কোয়েপাড়া, গরীবুল্লাপাড়া, ব্রহ্মদাশপাড়া, নোয়াপাড়ার পটিয়াপাড়া, সরকারপাড়া, জিকুটিপাড়া, গুহপাড়া, শেখপাড়া, সামমাহলদার পাড়া, উভলং, ছমিদর কোয়াং, পালোয়ানপাড়া, কচুখাইন, উরকিরচরের শেখপাড়া, মইশকরম, মীরাপাড়া, সার্কদা, উরকিরচর, বইজ্যাখালী, খলিফার ঘোনা ও আবুরখীলে পাকা আমন ধান ঘরে উঠতে আরও কিছুদিন লাগবে বলে জানা গেছে।
সূত্র জানায়, এবার উপজেলার ১১ হাজার ৪১০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। চাষাবাদের সময়ে অতি বর্ষণ হওয়ায় এবার ক্ষেতে পোকার আক্রমণ দেখা যায়। তবে উপজেলা কৃষি বিভাগের তৎপরতায় ক্ষেতে এর প্রভাব পড়তে দেননি কৃষকরা। জমিতে খুঁটি পুঁতে কৃষকরা পাখি বসানোর ব্যবস্থা করেন। পাখি সেখানে বসে খেয়ে ফেলে ক্ষেতের পোকা। এ ছাড়া জমিতে আলোর ফাঁদ ব্যবহার করেও কৃষকরা ক্ষেতের পোকা দমন করেন। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার রাউজানে আমনের বাম্পার ফলন হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
No comments