শাস্তির বিপক্ষে বাটের আপিল
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত, এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সালমান বাট। বাটের আপিল করার কথা নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী ইয়াসিন প্যাটেল। তবে বাটের আপিল শুধু শাস্তি কমানোর জন্যই, পুরো রায়ের বিরুদ্ধে নয়।
গত বছর লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাট ছাড়াও লন্ডনের আদালত মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং বাজিকর মাজহার মাজিদকে ১২, ৬ এবং ৩২ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে তিন ক্রিকেটার শাস্তির অর্ধেক ভোগ করার পরই শর্ত সাপেক্ষে ছাড়া পাবেন। শর্ত ভাঙলে আবারও জেলে যেতে হবে তাঁদের।
গত বছর লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাট ছাড়াও লন্ডনের আদালত মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং বাজিকর মাজহার মাজিদকে ১২, ৬ এবং ৩২ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে তিন ক্রিকেটার শাস্তির অর্ধেক ভোগ করার পরই শর্ত সাপেক্ষে ছাড়া পাবেন। শর্ত ভাঙলে আবারও জেলে যেতে হবে তাঁদের।
No comments