বিয়ের গুঞ্জন
বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা জন আব্রাহাম এখনও একে অপরকে এড়িয়ে চলছেন। তবে বিপাশার প্রতি জন আব্রাহামের ক্ষোভ একটু বেশিই মনে হচ্ছে।
তাদের সম্পর্ক ভেঙ্গেছে অনেক দিন হলো কিন্তু ক্ষোভ কমেনি এখনও। আর এটা বোঝা গেল জন আব্রাহামের বক্তব্যেই। জন আব্রাহামের কাছে প্রশ্ন ছিল আব্রাহাম-বিপাশাকে কি আর পর্দায় একসঙ্গে দেখা যাবে? জন আব্রাহামের উত্তর ছিল নেতিবাচক। আব্রাহামের কাছে প্রশ্ন ছিল, বিপাশার সঙ্গে তিনি অভিনয় করবেন কি না? উত্তরে তিনি বলেন, অতীত তো অতীতই। আর তা সামনে আনার প্রশ্নই ওঠে না। তাঁর সঙ্গে অভিনয় করার বিষয়টি আমার চিন্তায়ও আসে না। বিপাশা বসুকে ‘না’ করলেও জুটি ধরে কাজ করলে সাড়া দেবেন বলেই জানিয়েছেন বিপাশা। জনের সঙ্গে সম্পর্কছেদের পর থেকেই কৌতূহল, কার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বিপাশা? নাকি কারও সঙ্গে বাঁধতে যাচ্ছেন ঘর ? বিপাশা সম্প্রতি জানিয়েছেন, এখনও তিনি মনের মানুষের দেখা পাননি। অন্তত ব্র্যাড পিটের মতো একজনকে পেলে তিনি আর দেরি করবেন না। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, বিদ্যা বালান এরই মধ্যে গাঁটছড়া বেঁধেছেন। তাই এবার বিপাশা বসুকে ঘিরে চলছে গুঞ্জন। বিপাশা তাঁর মনের মানুষ সম্পর্কে জানিয়েছেন, তাঁকে দেখতে যে খুব আহামরি হতে হবে তা নয়, বরং তাঁর মধ্যে আত্মবিশ¡াস থাকতে হবে। খবর: ওয়েবসাইটের।
Welcome to a new Bangla web portal
ReplyDeletewww.onlinebanglamedia.com
Please visit and circulate..
Many Thanks