বিজয় দিবস হকি -ফাইনালে বিকেএসপি ও ফেডারেশন একাদশ
সাউথইস্ট ব্যাংক বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে হকি ফেডারেশন একাদশ ও বিকেএসপি।
আগামীকাল ফাইনাল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফেডারেশন একাদশ ৯-০ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। অন্য ম্যাচে বিকেএসপি ১১-১ গোলে জিতেছে পুলিশের বিপক্ষে। নৌবাহিনী ৩-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের সবগুলোই জিতে ফাইনালে উঠেছে বাহফে। তবে সমান তিনটি করে ম্যাচ জিতেও গোল গড়ে সেনাবাহিনীকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে বিকেএসপি।
No comments