প্রিয়াংকার ব্যস্ততায় নতুনদের সুযোগ
২০১২ সালে মাত্র তিনটি ছবিতে দেখা গেছে প্রিয়াংকা চোপড়াকে। এ বছরটা তেমন ব্যস্ততায় না কাটালেও ২০১৩ সালের পুরোটা দম বের হয়ে যাওয়ার মতো ব্যস্ত সময় কাটাবেন প্রিয়াংকা চোপড়া, এটা সহজেই অনুমেয়।
এরই মধ্যে ২০১৩ সালের গোটা পাঁচেক ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই বলিউড তারকা। যার মধ্যে আছে গোবিন্দর সঙ্গে দিওয়ানা ম্যায় দিওয়ানা, হূত্বিক রোশনের সঙ্গে কৃশ ৩, সঞ্জয় দত্তের সঙ্গে জানজির-এর মতো ছবি। এত দিন ইমরান খানের সঙ্গে মিলান টকিজ ছবির কেন্দ্রীয় চরিত্রে প্রিয়াংকাকে দেখার কথা শোনা যাচ্ছিল। কিন্তু ছবির পরিচালক তিগমানশু ঢুলিয়া প্রিয়াংকার ব্যস্ততার জন্য বেশ দুশ্চিন্তাতেই আছেন। আগামী বছরের মার্চে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রিয়াংকার ব্যস্ততার কারণে মিলান টকিজ-এ বিকল্প নায়িকার কথা ভাবছেন পরিচালক। ছবিটির শুটিংয়ের জন্য নাকি প্রিয়াংকা সময় দিতে চেয়েছেন আগামী বছরের আগস্টে। তখন আবার ব্যস্ত থাকবেন ইমরান। তাই শোনা যাচ্ছে, মিলান টকিজ-এ গ্রাম্য কিশোরীর চরিত্রে দেখা যেতে পারে সোনাক্ষী সিনহা কিংবা প্রিয়াংকার চাচাতো বোন পরিণীতি চোপড়াকে। টিএনএন।
No comments