মুবারককে সামরিক হাসপাতালে স্থানান্তর

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের স্বাস্থ্যের অবনতি হওয়ায় কারা হাসপাতাল থেকে রাজধানী কায়রোর সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে।
পাঁজরের হাড় ভেঙে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে সামরিক হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ আগে কারা হাসপাতালে পড়ে গিয়ে মুবারকের পাঁজরের হাড় ভেঙে যায়। ২০১১ সালে গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন মুবারক। আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার দায়ে ওই বছরের জুনে মিসরের সর্বোচ্চ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিন দশক ধরে মিসর শাসনক্ষমতায় ছিলেন মুবারক (৮৪)।
শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মুবারককে কারা হাসপাতালে রাখা হয়। বিচার চলাকালেও কারা হাসপাতালে ছিলেন তিনি। তাঁর আইনজীবী মোহামেদ আবদেল রাজেক জানান, ফুসফুস-সংক্রান্ত জটিলতা ও মাথা ঘোরার সমস্যায় ভুগছিলেন মুবারক। সপ্তাহ দুয়েক আগে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার পর তাঁর স্বাস্থ্যের আরো অবনতি হয়। তাঁকে বেশ কিছুদিন সামরিক হাসপাতালে কাটাতে হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারা হাসপাতালে মুবারকের যথাযথ চিকিৎসা হচ্ছে না জানিয়ে আরো ভালো কোনো হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়ে আসছিলেন তাঁর আইনজীবীরা। সূত্র : বিবিসি, রয়টার্স।

No comments

Powered by Blogger.