অভিধানে ইব্রা
সুইডেনের ক্রীড়া ইতিহাসে জ্লাতান ইব্রাহিমোভিচের নামটা ঢুকে গেছে আগেই।
এবার সুইডিশ ভাষার অভিধানেও স্থান পেল ইব্রার নাম। কাল নিজেদের ওয়েবসাইটে সুইডেনের ল্যাঙ্গুয়েজ কাউন্সিল জানিয়েছে, তাদের অভিধানের নতুন সংস্করণে ‘জ্লাতানেরা’ শব্দটি ক্রিয়া পদ হিসেবে স্থান পেয়েছে। শব্দটির বাংলা মানে দাঁড়ায় ‘আধিপত্য করা’। ফুটবল মাঠে তো আধিপত্যই করেন ইব্রা। রয়টার্স।
No comments