মেসির জন্য অবিশ্বাস্য প্রস্তাব!
অবিশ্বাস্য বলে অবিশ্বাস্য! রাশিয়ার এক নাম না-জানা ক্লাব লিওনেল মেসিকে কিনতে বার্সেলোনাকে ২৫ কোটি ইউরো (২ হাজার ৬৩২ কোটি টাকা) দিতে রাজি আছে। মেসিকে তারা বার্ষিক ৩ কোটি ইউরো বেতন দিতেও রাজি।
প্রস্তাবটি কতটা অবিশ্বাস্য, সেটা এখান থেকে বুঝে নিতে পারেন: সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটি ক্রিস্টিয়ানো রোনালদোর। অনেকের চোখ কপালে তুলে রোনালদোকে ৯ কোটি ৩০ লাখ ইউরোতে কিনেছিল রিয়াল মাদ্রিদ। আগের রেকর্ডটির তুলনায় যেটি ছিল ৩ কোটি ইউরো বেশি। সেই হিসাবে মেসিকে দেওয়া এই প্রস্তাব অনেকের চোখ কপালে তুলে দিতে পারে। কারণ মেসির প্রস্তাবিত ট্রান্সফার ফি যে রোনালদোর রেকর্ডেরও প্রায় তিন গুণ! মেসির প্রস্তাবিত বার্ষিক বেতনের অঙ্কটিও বিশ্বাস করা কঠিন। বর্তমান বেতনের প্রায় তিন গুণ বেশি এটি।
অনুমান করা হচ্ছে, এমন প্রস্তাব দেওয়া ক্লাবটি আনঝি মাখাচকালা। এত টাকা ঢালার প্রস্তাব আনঝি ছাড়া আর কেই-বা দিতে পারে! না, বার্সা সমর্থকদের দুশ্চিন্তার কিছু নেই। যতই লোভনীয় হোক, এই প্রস্তাব মেসি নাকচ করে দিয়েছেন বলেই জানিয়েছে খবরটি ফাঁস করা মুন্দো দেপোর্তিভো। ওয়েবসাইট।
No comments