কা র্য কা র ণ- দক্ষিণ মেরু কেন বেশি ঠান্ডা? by আব্দুল কাইয়ুম



দক্ষিণ বা উত্তর দুই মেরুই হিমশীতল। তবে এর মধ্যেও পার্থক্য আছে। তুলনামূলকভাবে দক্ষিণ মেরু বেশি ঠান্ডা। শীতকালে দক্ষিণ মেরুর তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়।
গরমকালে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর মেরুর তাপমাত্রা এর চেয়ে বেশি। সেখানে শীতকালে মাইনাস ৪৩ ডিগ্রি ও গরমকালে মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই পার্থক্যের মূল কারণ হলো দক্ষিণ মেরুর বরফের স্তর উত্তর মেরুর চেয়ে অনেক বেশি। এ জন্য সেখানে সূর্যের তাপের খুব কম অংশই দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা মহাদেশের মাটি পর্যন্ত পৌঁছায় বা সেই তাপ ধরে রাখতে পারে। সূর্যতাপের প্রায় ৮০ শতাংশই পুরু বরফের স্তরে প্রতিফলিত হয়ে ফিরে যায়। ফলে সেখানে বেশি ঠান্ডা।

No comments

Powered by Blogger.