নাট্যকার মোশাররফ করিম
আজ থেকে প্রায় ১০ বছর আগে প্রথম নাটক লেখেন অভিনয়শিল্পী মোশাররফ করিম। পূর্বরাগ নামের নাটকটি তখন টেলিভিশনে প্রচারিতও হয়।
এরপর আর কোনো নাটক লেখেননি এই অভিনেতা। ১০ বছর পর আবারও নাট্যকার হিসেবে দেখা যাবে অভিনয়শিল্পী মোশাররফ করিমকে। নাটকের নাম টেস্ট। এরই মধ্যে নাটকটির শুটিংও শেষ হয়েছে। টেস্ট নাটকটি পরিচালনা করেছেন রাজীব রসুল। লেখার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন মোশাররফ করিম।মোশাররফ করিম বলেন, ‘১০ বছর আগেই প্রথম আমার লেখা নাটক প্রচারিত হয়। এরপর আমার গল্প নিয়ে অনেকেই নাটক নির্মাণ করেছেন। এবার আবার নিজেই নাটক লিখে ফেললাম।’
এক দম্পতির সাংসারিক জীবনের নানা সমস্যাই টেস্ট নাটকের রসদ। নাটকটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, মারুফ মিঠু ও তানিয়া।
No comments