চলে গেলেন টনি গ্রেগ (ভিডিও)
কোনো ক্রিকেট ম্যাচে উচ্ছ্বসিত সেই দরাজ কণ্ঠ আর শোনা যাবে না। শোনা যাবে না, খেলা নিয়ে তাঁর দারুণ বিশ্লেষণও।
বড় অসময়ে, মাত্র ৬৬ বছর বয়সে মরণব্যাধি ক্যানসার ক্রিকেট দুনিয়া থেকে ছিনিয়ে নিয়ে গেল টনি গ্রেগকে।
গত মে মাসে তাঁর ফুসফুসে সমস্যা দেখা দিয়েছিল। প্রথমে সেটাকে ব্রংকাইটিস হিসেবে শনাক্ত করা হলেও সেপ্টেম্বর-অক্টোবর মাসে চিকিত্সকেরা নিশ্চিত হন যে টনি ক্যানসারের সঙ্গেই বাস করছেন। এর পর থেকে শুরু হয় তাঁর চিকিত্সা। কিন্তু চিকিত্সায় তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আজ মায়ার বাঁধন ছিন্ন করে চলেই গেলেন ক্রিকেট ধারাভাষ্যকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই জনপ্রিয় ধারাভাষ্যকার।
টনি গ্রেগ ইংল্যান্ডের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ারে টনি গ্রেগ একজন অলরাউন্ডার হিসেবেই পরিচিত ছিলেন। ব্যাট হাতে ৪০ গড়ে তিনি রান করেছেন ৩৫৯৯। বল হাতে ৩২ গড়ে তাঁর সংগ্রহ ১৪১টি উইকেট।
No comments