ধর্ষণকারীদের তালিকা প্রকাশ করবে সরকার
ভারত সরকার সারা দেশে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিষয়ে একটি তথ্যভাণ্ডার তৈরি করবে। দোষীদের ছবিসহ নাম-ঠিকানাও প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রতনজিত প্রতাপ নারায়ণ সিং সাংবাদিকদের এ কথা জানান।
রতনজিত জানান, অপরাধ তথ্যবিষয়ক সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোকে (এনসিআরবি) কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি থেকেই এ কাজ শুরুর পরিকল্পনা করা হচ্ছে। দিল্লি পুলিশের ওয়েবসাইটেও দোষীদের ছবিসহ নাম-ঠিকানা প্রকাশ করা হবে। এরপর সব রাজ্য ও প্রশাসনিক অঞ্চল এ পরিকল্পনার আওতায় আনা হবে। রাজ্য পুলিশের ওয়েবসাইটেও দোষীদের তথ্য থাকবে।
দিল্লিতে বাসে তরুণীকে গণধর্ষণের পর থেকে চলমান গণবিক্ষোভের মুখে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো। প্রতিমন্ত্রী জানান, তথ্যভাণ্ডারের জন্য কর্মপদ্ধতি নির্ধারণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের ছবি, নাম, ঠিকানাসহ যাবতীয় তথ্য দিয়ে কয়েক মাসের মধ্যেই এনসিআরবির ওয়েবসাইট প্রস্তুত করা হবে। সূত্র : দ্য হিন্দু, জিনিউজ।
দিল্লিতে বাসে তরুণীকে গণধর্ষণের পর থেকে চলমান গণবিক্ষোভের মুখে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো। প্রতিমন্ত্রী জানান, তথ্যভাণ্ডারের জন্য কর্মপদ্ধতি নির্ধারণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের ছবি, নাম, ঠিকানাসহ যাবতীয় তথ্য দিয়ে কয়েক মাসের মধ্যেই এনসিআরবির ওয়েবসাইট প্রস্তুত করা হবে। সূত্র : দ্য হিন্দু, জিনিউজ।
No comments