মিয়ানমারে ব্রাজিল-কিংবদন্তিরা!
মিয়ানমারের ফুটবলের জন্য দারুণ একটা খবর। কাফু, রবার্তো কার্লোস, বেবেতোরা আসছেন বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে।
সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাসেই একটি প্রদর্শনী ম্যাচে খেলবেন ’৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্যরা। তাঁদের বিপক্ষে খেলবে স্থানীয় নির্বাচিত একাদশ। মিয়ানমার ফুটবল ফেডারেশনের মুখপাত্র সো মো শ গতকাল এমনটাই জানিয়েছেন, ‘১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের দেখার একটা সুযোগ এখন আমাদের সামনে। আমাদের ফুটবল অঙ্গন ও ভক্তদের অসাধারণ একটা অভিজ্ঞতাই হতে যাচ্ছে। কে কে আসছেন, সেটি ঠিক করতে আমরা এখনো খেলোয়াড়ের তালিকা নিয়ে কাজ করছি। আগামী সপ্তাহেই সবকিছু চূড়ান্ত করব।’ এএফপি।
পাঠকের মন্তব্য
No comments