সু চির বোনা সোয়েটারের দাম ৫০ হাজার ডলার
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির হাতে বোনা একটি উলের সোয়েটার নিলামে প্রায় ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে।
মিয়ানমারের দরিদ্র শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহে কনসার্টের অর্থের জোগান দিতে গত বৃহস্পতিবার রাতে শান্তিতে নোবেল জয়ী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ওই নিলামের আয়োজন করে।
মিয়ানমারের দরিদ্র শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহে কনসার্টের অর্থের জোগান দিতে গত বৃহস্পতিবার রাতে শান্তিতে নোবেল জয়ী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ওই নিলামের আয়োজন করে।
নিলামের শুরুতে সোয়েটারটির দাম হাঁকা হয়েছিল ছয় হাজার ডলার। লাল ও সবুজ রঙের সোয়েটারটির গলায় ‘ভি’ আকৃতির নীল বর্ডার রয়েছে। এটি কেনার জন্য অনেক প্রতিষ্ঠান হুমড়ি খেয়ে পড়ে। অবশেষে টান টান উত্তেজনার মধ্যে মিয়ানমারভিত্তিক একটি বেতার স্টেশন প্রায় ৫০ হাজার ডলারে এটি কিনে নেয়।
প্রায় অর্ধশতাব্দীর সামরিক শাসন শেষে বর্তমানে মিয়ানমার গণতন্ত্রের পথে উত্তরণের চেষ্টা করছে। এরই মধ্যে ৬৭ বছর বয়সী সাবেক রাজবন্দী সু চি সে দেশে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন। এএফপি।
প্রায় অর্ধশতাব্দীর সামরিক শাসন শেষে বর্তমানে মিয়ানমার গণতন্ত্রের পথে উত্তরণের চেষ্টা করছে। এরই মধ্যে ৬৭ বছর বয়সী সাবেক রাজবন্দী সু চি সে দেশে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন। এএফপি।
No comments