আবেদনময়ী অসিন
২০১২ সালটি বেশ সফলভাবেই কেটেছে বলিউড অভিনেত্রী অসিনের। বছরটিতে দুটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। দুটি ছবিতেই অক্ষয় কুমারের বিপরীতে কাজ করেছেন তিনি।
এর মধ্যে একটি হলো ‘হাউসফুল-২’, অন্যটি ‘খিলাড়ি-৭৮৭’। দুটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন অসিন। পাশাপাশি বছরের অন্যতম সফল অভিনেত্রী হিসেবেও আবির্ভূত হয়েছেন তিনি। এদিকে আমির খান ও সালমান খানের পর অক্ষয়ের সঙ্গে অসিনের জুটি বেশ ভালভাবেই গ্রহণ করেছেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় নতুন বছরে অক্ষয়ের সঙ্গে আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। কমেডি-অ্যাকশননির্ভর এ ছবিতে অসিনকে দেখা যাবে বেশ আবেদনময়ী চরিত্রে। বেশ খোলামেলা হয়েই এই ছবিতে ক্যামেরাবন্দি হবেন তিনি। ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারের প্রেমে পড়েন অসিন। কিন্তু অক্ষয় তাকে পাত্তা দেন না। কিন্তু এক সময় তার আবেদনময়ী রূপ দেখে অসিনের প্রেমে পড়ে যান অক্ষয়। তবে ছবিটির মূল কাহিনী গড়ে উঠেছে একটি চোরাকারবারি দলের সঙ্গে অক্ষয়ের দ্বন্দ্ব নিয়ে। ছবিটির শুটিং খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে অসিন বলেন, অক্ষয় কুমার আমার প্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি। অনেক ভাল লেগেছে। আশা করছি তিন নম্বর ছবিটিতেও আমাদের জুটি দর্শকরা বেশ পছন্দ করবেন।
No comments