মেয়ের জন্মদিনে সালমা
গত বছর দিনাজপুরের ব্যবসায়ী শিবলী সাদিকের সঙ্গে জীবনের জুটি বাঁধেন ২০০৬ সালের ক্লোজআপ বিজয়ী সালমা। এরপর ঘরসংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পুরোদমে।
এ বছরের প্রথম দিনে (১ জানুয়ারি ২০১২) সালমার ঘর আলো করে আসে নতুন অতিথি। সালমা তাঁর এই আদরের মেয়ের নাম রাখেন স্নেহা।আসছে ১ জানুয়ারি স্নেহার প্রথম জন্মদিন। দিনটিকে ঘিরে আনন্দের জোয়ার বইছে সালমার সংসারে। মেয়ের প্রথম জন্মদিনটিকে কীভাবে ভালোভাবে উদযাপন করা যায়, এ নিয়ে এখন দারুণ ব্যস্ত এক সময়ের ক্লোজাআপ ওয়ান বিজয়ী এই তারকা।
সালমা বলেন, ‘স্নেহার প্রথম জন্মদিনটা স্মরণীয় রাখতে চাই। এ জন্য সেদিন একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছি। সবাই তাঁর জন্য দোয়া করবেন, সে যাতে সবার মুখ উজ্জ্বল করতে পারে।’
No comments