বচন

বচন ভাঙ্গা ঘরে চাঁদের আলো, যে দিন যায় সে-দিন ভালো।
অর্থ : ধৈর্যশীল দরিদ্র ভাঙ্গা ঘরে চাঁদের আলোতে বসে ভাবে তার এই দিনও ভাল, কেননা এর চেয়ে দুর্দিনও আসতে পারেÑ এ অর্থে বলা হয়।

তুফানে ছেড়ো না হাল,
নৌকা হবে বানচাল।
অর্থ : ঝড়ের সময় নৌকার হাল ছেড়ে দিলে যেমন টালমাটাল হয়ে যেমন ডুবে যাবার অবস্থা হয়, বিপদে ধৈর্যহারা হলে তেমন অবস্থা হতে পারেÑ এ কথা বোঝাতে বলা হয়।

No comments

Powered by Blogger.