শেষ হলো জাতীয় তায়কোয়ান্দো
কাল শেষ হলো ট্রাস্ট ব্যাংক জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দো।
৭টি সোনা, ৬টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে পুরুষদের সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ। তারা জিতেছে ৩টি সোনা, ৩টি রুপা ও ৬টি ব্রোঞ্জ।
মহিলা বিভাগে সেরা আনসার জিতেছে ৩টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ। রানার্সআপ বিজেএমসি পেয়েছে ২টি সোনা, ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ। জুনিয়রে ছেলেদের বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। দুই দলই পেয়েছে ৩টি করে সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ। রানার্সআপ বিকেএসপি পেয়েছে ২টি সোনা, ৪টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। তারা জিতেছে ৩টি সোনা, ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ। রানার্সআপ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে ২টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
No comments