অনুকরণীয় কেট
চেহারা যদি পাল্টাতেই হয়, তাহলে সেই চেহারা কেন কোনো তারকার মতো হবে না! পশ্চিমা বিশ্বের লোকজনও বিষয়টি জানেন।
তাই প্লাস্টিক সার্জারি করার সময় তাঁদের চেহারায় আনতে চান হলিউড তারকাদের আদল। তবে এবার সবাইকে ছাপিয়ে প্লাস্টিক সার্জারির বেলায় অনুকরণীয় মুখ ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন! ২০১২ সালে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যত প্লাস্টিক সার্জারি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি অনুকরণ করা হয়েছে কেট মিডলটনের নাক। আর গালের টোলের কারণে ব্রিটিশ সংগীতশিল্পী ও মডেল শেরিল কোল, ‘এক্স ফ্যাক্টরের’ বিচারক-খ্যাত নিকোল শের্জিঞ্জারের ঠোঁটও ছিল পছন্দের শীর্ষে। পুরুষের কাছে আর্কষণীয় ছিলেন টোয়াইলাইট-খ্যাত রবার্ট প্যাটিনসনের চোয়াল। অ্যাশটন কুচারের গাল আর জাড লয়ের টিনটিনে লম্বা নাকটাও ছিল তুমুল পছন্দের। এএনআই।
No comments