তালেবানের হাতে পাকিস্তানের ২২ পুলিশ অপহৃত

পাকিস্তানি তালেবান সদস্যরা দেশটির আঞ্চলিক আধাসামরিক পুলিশ বাহিনীর ২২ সদস্যকে অপহরণ করেছে। গত বৃহস্পতিবার পেশোয়ারের দক্ষিণাঞ্চলের তিনটি চেকপোস্টে হামলার সময় তাঁদের অপহরণ করা হয়। পাকিস্তান সরকার অপহরণের বিষয়টি স্বীকার করেছে।
সরকারি কর্মকর্তারা জানান, আফগান সীমান্তে অবস্থিত চেকপোস্ট তিনটিতে শেষরাতের দিকে এ হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় অসংখ্য জঙ্গি। জঙ্গিরা রকেটচালিত গ্রেনেডসহ বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে। হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া জঙ্গিরা ২২ জন পুলিশকে অপহরণের পাশাপাশি তাদের অস্ত্র ও যানবাহনও লুট করে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান দাবি করেছে, তারা ৩০ জনের বেশি পুলিশকে অপহরণ করেছে। সূত্র : বিবিসি, ডন।

No comments

Powered by Blogger.