মালালা 'টিনএজার অব দ্য ইয়ার'

নারী শিক্ষার পক্ষে সোচ্চার পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই 'টিনএজার অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য টাইমস তাকে এ খেতাব দিয়েছে।
গত ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকার মিংগোরা এলাকায় তালেবানের হামলার শিকার হয় ১৫ বছর বয়সী মালালা। স্কুল থেকে ফেরার পথে তার ওপর হামলা চালায় পাকিস্তানি তালেবান (টিটিপি) জঙ্গিরা। হামলায় মালালার দুই বান্ধবীও আহত হয়। বর্তমানে ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে মালালার চিকিৎসা চলছে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি সে।
এ বছর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক সাময়িকী টাইমের 'বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব' (পারসন অব দ্য ইয়ার) জরিপে মর্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরই জায়গা করে নিয়েছে মালালা। শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন তালিকায়ও তার নাম উঠেছে। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটিকে অনুরোধ করেছেন ফ্রান্সের দেড় শতাধিক আইনপ্রণেতা। সূত্র : দ্য টাইমস।

No comments

Powered by Blogger.