নতুন মাল্টিমিডিয়া নোটবুক
আসুসের এক্স৫৫এ মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক কম্পিউটার বাজারে এসেছে। ১৫.৬ ইঞ্চির প্রশস্ত পর্দার এই নোটবুকটিতে রয়েছে ২.৩ গিগাহার্টজ গতির ইন্টেল দ্বিতীয় প্রজন্ম ডুয়েল কোর প্রসেসর,
২ গিগাবাইট ডিডিআর-৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, সুপার মাল্টি ডাবল লেয়ার ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্ট-ইন স্পিকার ইত্যাদি।গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা নোটবুকটির দাম ৩৪ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি
No comments