যৌন নিপীড়ক মার্কিন জেনারেল
অধঃস্তন নারী কর্মকর্তাদের সঙ্গে অশোভন
আচরণ করায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় এক সেনা
কর্মকর্তা। তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল জেফরি সিনক্লেয়ার।
এ
খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, তার বিরুদ্ধে অভিযোগ গঠন
হওয়ায় এখন সামরিক আদালতে তার বিচার হবে। তিনি আফগানিস্তানে ডেপুটি জেনারেল
পদে দায়িত্বে ছিলেন। কিন্তু অভিযোগ পাওয়ার পর গত বছর তাকে ওই দায়িত্ব থেকে
সরিয়ে দেয়া হয়। নর্থ ক্যারোলিনার ব্রাগ সামরিক দপ্তরের মুখপাত্র বেন আবেল
বলেন, জেফরি সিনক্লেয়ার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত
দল তার চারজন আইনজীবীকে প্রত্যাহারের কথা বলেছে। একই সঙ্গে যেসব অশোভন
আচরণের অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে, সে ব্যাপারে তার বক্তব্য সামরিক
বাহিনীর নতুন ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
No comments