চলন্ত বাসে তরুণী ধর্ষণ, আটক ২ by খন্দকার সুজন হোসেন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানরা এলাকায় চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়েছেন তরুণী (১৮)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।
এঘটনায় পুলিশ চালক দীপু মিয়া (২৪) ও হেলপার আবুল কাশেমকে গ্রেফতার করেছে।
এদিন দুপুরে গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায় যাওয়ার জন্যে তিনি শুভযাত্রা পরিবহনের একটি বাসে করে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন।
পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জে এসে বাসটি নষ্ট হয়েছে বলে জানান চালক দীপু মিয়া (২৫)। এরপর বাসের সব যাত্রী বাস থেকে নেমে যায়। যাওয়ার সময় হেলপার আবুল কাশেমের কাছে টাকা ফেরত চান ওই তরুণী। টাকা না দিয়ে তাকে অপেক্ষা করতে বলেন হেলপার কাশেম। যাত্রীরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বাসটি সচল হয়েছে বলে মেয়েটিকে গাড়িতে উঠে বসতে বলেন চালক-হেলপার।
তরুণীকে নিয়ে বাসটি রওনা হয় পাটুরিয়ার উদ্দেশে। এরই মধ্যে পালাক্রমে চালক-হেলপার মেয়েটিকে ধর্ষণ করে।
এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাসে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে ঘটনাস্থল থেকে ও সাভারের নবীনগর থেকে হেলপারকে আটক করা হয়েছে।
প্রতিবেদকঃ খন্দকার সুজন হোসেন
No comments