ইরাকে মসজিদে বোমা হামলা নিহত ৪২
ইরাকের উত্তরাঞ্চলের শিয়া মতাবলম্বীদের একটি মসজিদে গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
কর্মকর্তারা জানান, রাজধানী বাগদাদের ১৭৫ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতু নগরীর সাইদ আল-শুহাদা মসজিদে ওই হামলা হয়। হামলার সময় ওই মসজিদে স্থানীয় এক রাজনীতিকের আত্মীয়ের জানাজা হচ্ছিল। নগরীর মেয়র নিয়াজি মোয়ামের অঘলু বলেন, 'আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়।' হতাহতদের মধ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আদিবাসী গোষ্ঠীর নেতারাও আছেন।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে পুলিশ ধারণা করছে, সুনি্নপন্থী জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে।
সূত্র : এএফপি।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে পুলিশ ধারণা করছে, সুনি্নপন্থী জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে।
সূত্র : এএফপি।
No comments