আসছে গুগলের ট্যাব ও স্মার্টফোন
গুগল এবার শুধু স্মার্টফোনই নয়, নিয়ে আসছে ট্যাবলেট কম্পিউটারও। ফুল-এইচডি (পিক্সেল ১৯২০ x ১০৮০) সংস্করণের নেক্সাস ৫ মডেলের এ স্মার্টফোনটির পর্দা ৫ ইঞ্চি।
উচ্চমানের স্মার্টফোনের প্রায় সব ধরনের বৈশিষ্ট্যই আছে এ স্মার্টফোনে। এতে আছে এনভিডিয়া টেগ্রা ৪ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৮/১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল অটো-ফোকাস ক্যামেরা এবং ৩ মেগাপিক্সেল সামনের দিকে ক্যামেরা।এর দাম নিয়ে নানা ধরনের গুজব রয়েছে। ৮ গিগাবাইট স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ২৯৯ ডলার।
অন্যদিকে, নেক্সাস ৭.৭ ইঞ্চি পর্দার ট্যাবলেট তৈরি করেছে গুগল। এটি এইচডি পর্দা (পিক্সেল ১৯২০ x ১২০০, ২৯৪ পিপিআই)।
এতে আছে সামনের দিকে ক্যামেরা এনভিডিয়া টেগ্রা ৪ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৮/১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ৮ গিগাবাইটের এ ট্যাবেরও সম্ভাব্য দাম ২৯৯ ডলার। আগামী ১৫ থেকে ১৭ মে গুগলের ৫ ইঞ্চি পর্দার স্মার্টফোন এবং ৭.৭ ইঞ্চির ট্যাবলেট বাজারে আসতে পারে। তবে এর আগেও বাজারে আসতে পারে এ দুটি পণ্য।
—ইনভেস্টরসিবডি ডট কম অবলম্বনে প্রদীপ সাহা
No comments