মৃত্যুঝুঁকি বাড়ছে নারী ধূমপায়ীদের by সানজিদা সামরিন
গত অর্ধদশকে আশঙ্কাজনকহারে বেড়েছে
ধূমপানজনিত কারণে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে নারীমৃত্যুর হার।
গবেষকদের মতে, বর্তমানে এ মৃত্যুহার ২৫ গুণেরও বেশি।
যুক্তরাষ্ট্রের
প্রায় ২০ লাখ নারীর উপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার
যুক্তরাজ্যের মেডিসিন বিষয়ক পত্রিকা ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ এ
সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন মতে, নারীমৃত্যুর হার বাড়তে বাড়তে বর্তমানে প্রায় পুরুষদের কাছাকাছি চলে এসেছে।
জানা যায়, ১৯৫০-৬০’র দশকে নারীরা প্রথমবারের মতো ধূমপানে আসক্ত হতে শুরু করেন। সেসময়ই অধূমপায়ী নারীদের চেয়ে ধূমপায়ী নারীদের মৃত্যুহার অন্তত তিনগুণ বেশি ছিল।
গত দশ বছর ধরে চালানো এক মেডিকেল পরিসংখ্যান অনুযায়ী, এসময়ে ধূমপানের কারণে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে নারীমৃত্যুর হার অধূমপায়ীদের চেয়ে অন্তত ২৫ গুণ বেশি।
যদিও অনেক ক্ষেত্রে সিগারেটকে ‘লাইট’ অথবা ‘মাইল্ড’ বলে বাজারজাত করা হচ্ছে, তারপরও এগুলোতে মৃত্যু ঝুঁকি কম নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া নারীরা ধূমপান করলে পুরুষের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হন, এমন সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তারা।
অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যার রিচার্ড পেটোর মতে, “যদি নারীরা পুরুষদের মতো ধূমপান করেন, তাদের মৃত্যুহারও পুরুষের মতোই হবে।”
জরিপ থেকে আরও জানা যায়, ১৯৮০ সালে পুরুষদের ধূমপানের এরূপ পরিসংখ্যান ছিল। ২০১২ সালে এসে নারীদের ধূমপানও একই আকার ধারণ করেছে।
জানা যায়, ১৯৫০-৬০’র দশকে নারীরা প্রথমবারের মতো ধূমপানে আসক্ত হতে শুরু করেন। সেসময়ই অধূমপায়ী নারীদের চেয়ে ধূমপায়ী নারীদের মৃত্যুহার অন্তত তিনগুণ বেশি ছিল।
গত দশ বছর ধরে চালানো এক মেডিকেল পরিসংখ্যান অনুযায়ী, এসময়ে ধূমপানের কারণে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে নারীমৃত্যুর হার অধূমপায়ীদের চেয়ে অন্তত ২৫ গুণ বেশি।
যদিও অনেক ক্ষেত্রে সিগারেটকে ‘লাইট’ অথবা ‘মাইল্ড’ বলে বাজারজাত করা হচ্ছে, তারপরও এগুলোতে মৃত্যু ঝুঁকি কম নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া নারীরা ধূমপান করলে পুরুষের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হন, এমন সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তারা।
অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যার রিচার্ড পেটোর মতে, “যদি নারীরা পুরুষদের মতো ধূমপান করেন, তাদের মৃত্যুহারও পুরুষের মতোই হবে।”
জরিপ থেকে আরও জানা যায়, ১৯৮০ সালে পুরুষদের ধূমপানের এরূপ পরিসংখ্যান ছিল। ২০১২ সালে এসে নারীদের ধূমপানও একই আকার ধারণ করেছে।
No comments