বিবিসির উপস্থাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গঠন
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সংবাদ উপস্থাপক স্টুয়ার্ট হলের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার ল্যাংকাশায়ার পুলিশ হলকে গ্রেপ্তার করে। ওই দিনই সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, হলের বিরুদ্ধে ১৯৭৬ সালে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ১৯৬৭ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বিবিসিতে দায়িত্ব পালনকালে তিনি ৯ থেকে ১৬ বছর বয়সী ১০টি মেয়েকে যৌন হয়রানি করেন। ওই মেয়েদের কয়েকজন একাধিকবার তাঁর পাশবিকতার শিকার হয়।
সংবাদ উপস্থাপক হিসেবে হলের কর্মজীবন পাঁচ দশকেরও বেশি লম্বা। এ জন্য গত বছর তাঁকে 'অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার' (ওবিই) সম্মাননা দেওয়া হয়।
সংবাদ উপস্থাপক হিসেবে হলের কর্মজীবন পাঁচ দশকেরও বেশি লম্বা। এ জন্য গত বছর তাঁকে 'অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার' (ওবিই) সম্মাননা দেওয়া হয়।
No comments