শেরেবাংলা মেডিক্যাল কলেজ পরিস্থিতি শান্ত কাস শুরু
বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা মেডিক্যাল কলেজ পরিস্থিতি এখন শান্ত।
গতকাল বুধবার থেকে ক্যাম্পাসে কাসসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি
শুরু হয়েছে। এর আগে সিটি মেয়র হিরন মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে গিয়ে
আন্দোলনরত ছাত্রছাত্রী ও কলেজ প্রশাসনের সাথে বৈঠক করে সাত দিনের সময় চান।
এ সময়ের মধ্যে তিনি ছাত্রীদের ১০ দফা দাবি মেনে নেয়াসহ তাদের সব সমস্যা
সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত ঘোষণা
করেন।
উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে মেডিক্যাল কলেজের অবৈধ ছাত্র কর্মিপরিষদের ভিপি আবদুল্লাহ মারুফ ও প্রোভিপি আবদুল বাকীসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা মাতাল অবস্থায় ছাত্রীনিবাসে প্রবেশ করে। অভিযুক্তরা কয়েকজন ছাত্রীর নাম উল্লেখ করে তাদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেন এবং নানা অসংলগ্ন আচরণ করে। এ সময় ছাত্রী হলের অন্যান্য ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টিকে কেন্দ্র করে গত তিন দিন ধরে উত্তাল ছিল বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাস।
উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে মেডিক্যাল কলেজের অবৈধ ছাত্র কর্মিপরিষদের ভিপি আবদুল্লাহ মারুফ ও প্রোভিপি আবদুল বাকীসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা মাতাল অবস্থায় ছাত্রীনিবাসে প্রবেশ করে। অভিযুক্তরা কয়েকজন ছাত্রীর নাম উল্লেখ করে তাদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেন এবং নানা অসংলগ্ন আচরণ করে। এ সময় ছাত্রী হলের অন্যান্য ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টিকে কেন্দ্র করে গত তিন দিন ধরে উত্তাল ছিল বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাস।
No comments