কেয়ার নতুন বিজ্ঞাপন
নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য
প্রস্তুতি নিচ্ছেন কেয়া। বিজ্ঞাপনটি সরিষার তেলের। এই বিজ্ঞাপনে তার
সহশিল্পী চিত্রনায়ক তৌফিক।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
এফডিসিতে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন নির্মাতা আহমেদ ইলিয়াস ভূঁইয়া।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক আহমেদ
ইলিয়াস ভূঁইয়া চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেন। এর আগে
একই পণ্যের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছিলেন জনপ্রিয় আরেকজন নায়িকাকে নিয়ে।
এবার করবেন কেয়াকে নিয়ে। তিনি বলেন, জিঙ্গেলনির্ভর বিজ্ঞাপনচিত্রটি বেশ
যত্নের সঙ্গে নির্মাণ করা হবে। চিত্রনায়িকা হিসেবে চলচ্চিত্রে পদার্পণ
করলেও বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কেয়া বেশ সাফল্য লাভ করেন। তার অভিনীত
জেসমিন বিউটি সোপ, তিব্বত স্নো, সাগুফতা, জিএমজি এয়ারলাইন্স, বসুধা
বিল্ডার্স সহ বিভিন্ন বিজ্ঞাপনচিত্র বেশ আলোচিত হয়েছে। বর্তমানে কেয়া
নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত
‘জান তুমি প্রাণ তুমি’, লেলিন হায়দার পরিচালিত ‘মিশন সিআইডি’, বাবুল রেজা
পরিচালিত ‘কাটা লাশ’ সহ বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
No comments