সবচেয়ে পাতলা ট্যাবলেট
বিশ্বখ্যাত বৈদ্যুতিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি এবার বাজারে নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট কম্পিউটার। এক্সপেরিয়া জেড নামের এ ট্যাবলেটটি দশমিক ২৭ ইঞ্চি পুরু।
ট্যাবলেটটির পর্দা ১০.১ ইঞ্চি, তবে এটি অ্যাপলের আইপ্যাড মিনি থেকে দশমিক ০১ পাতলা। তবে শুধু পাতলাই নয়, ট্যাবলেটটি ওজনে অনেক হালকাও। এর ওজন মাত্র ৪৯৫ গ্রাম। অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেটটিতে রয়েছে নতুন বেশ কিছু সুবিধা। রয়েছে সনি কোয়ালকমের ১.৫ গিগাহার্টজ গতির কোয়াড-কোর এপিকিউ ৮০৬৪ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ ইত্যাদি। মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন-সুবিধাসহ ট্যাবলেটটিতে আছে ৮.১ মেগাপিক্সেলের এক্সমোর আর ক্যামেরা, এলটিই ও মাইক্রোএসডি সুবিধা, সনির নিজস্ব এস-ফোর্স ভার্চুয়াল শব্দব্যবস্থা ইত্যাদি। এ ছাড়া এক্সপেরিয়া জেড সিরিজের স্মার্টফোনের মতো এ ট্যাবলেটেও থাকছে পানি ও ধুলা-ময়লারোধক প্লাস্টিক মোড়কে আচ্ছাদিত সুবিধা। এর আগে সবচেয়ে হালকা ট্যাবলেট হিসেবে পরিচিত ছিল তোশিবার এক্সাইট ১০এলই নামক ট্যাবলেট।শুরুতে শুধু জাপানেই নতুন এ ট্যাবলেটটি ছাড়া হবে বলে জানা গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ ট্যাবলেটটি দেখা যাবে বলেও জানা গেছে। —বিবিসি অবলম্বনে কাজী আলম
No comments