গাজা সফর করলেন রাজাক
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে গত মঙ্গলবার প্রথমবারের মতো গাজা সফর করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এ সময় তিনি ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস ও ফাতাহর বিবাদ মেটানোর উদ্যোগের প্রতিও সমর্থন জানান।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান ও অন্য সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী রাজাক রাফা সীমান্ত দিয়ে এক দিনের সফরে গাজায় ঢোকেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। রাফায় পৌঁছার পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রাজাক বলেন, 'আমরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। তবে আমরা সবাই মুসলিম উম্মাহর লোক এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন রয়েছে।'
ফাতাহ ও হামাসের মধ্যকার বিবাদ মীমাংসার পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজাক বলেন, এ উদ্যোগ ফিলিস্তিনে নতুন নির্বাচনের ব্যবস্থার পথ সুগম করবে। 'আমাদের বিশ্বাস, এখানে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত হবে। হামাস-ফাতাম যেন এ কাজ করতে পারে, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।' সূত্র : এএফপি।
ফাতাহ ও হামাসের মধ্যকার বিবাদ মীমাংসার পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজাক বলেন, এ উদ্যোগ ফিলিস্তিনে নতুন নির্বাচনের ব্যবস্থার পথ সুগম করবে। 'আমাদের বিশ্বাস, এখানে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত হবে। হামাস-ফাতাম যেন এ কাজ করতে পারে, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।' সূত্র : এএফপি।
No comments