চিত্র বিচিত্রঃ অযথা সরকারি সেবা চাওয়ার শাস্তি
উত্তর আমেরিকার জরুরি টেলিফোন নম্বর ৯১১। একান্ত প্রয়োজনে সহায়তার
জন্য এ নম্বরে ফোন করতে হয়। কিন্তু জরুরি না হলে এ নম্বরে ফোন দেয়া
নিষেধ।
অহেতুক ৯১১-তে ফোন দেয়া অপরাধ হিসেবে গণ্য হয়।
এই অপরাধে যুক্তরাষ্ট্রের ফোরিডার আলভারো ফ্রান্সিসকো নামে এক বাসিন্দাকে
গ্রেফতার করেছে পুলিশ।
মেক্সিকো ও অন্যান্য স্থানে ঘুরতে যাওয়ার জন্য তার সহায়তা প্রয়োজন। সরকারি সেবা ভোগের চিন্তা করে ৯১১ তে পরপর ১০ বার কল করলেন তিনি।
এতে হিতে বিপরীত ঘটল। তার শখ মেটানোর পরিবর্তে তাকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ।
কোলিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, আলভারো ফ্রান্সিসকো শনিবার রাত ৮টা ১৬ মিনিটে প্রথম ৯১১-তে কল করেন এবং শেষ কলটি করেন রোববার ১২টা ৪৫ মিনিটে।
কর্মকর্তারা জানান, মেক্সিকোতে তার বন্ধু ও বসের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন ফ্রান্সিসকো। প্রত্যেক কলের উত্তরে তাকে বলা হয়েছিল, তার আবদার জরুরি সেবার মধ্যে পড়ে না। তাতেও তিনি নিবৃত্ত না হয়ে শেষ কলটির কিছুণ পর পুলিশ এসে ফ্রান্সিসকোকে গ্রেফতার করে নিয়ে যায়।
মেক্সিকো ও অন্যান্য স্থানে ঘুরতে যাওয়ার জন্য তার সহায়তা প্রয়োজন। সরকারি সেবা ভোগের চিন্তা করে ৯১১ তে পরপর ১০ বার কল করলেন তিনি।
এতে হিতে বিপরীত ঘটল। তার শখ মেটানোর পরিবর্তে তাকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ।
কোলিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, আলভারো ফ্রান্সিসকো শনিবার রাত ৮টা ১৬ মিনিটে প্রথম ৯১১-তে কল করেন এবং শেষ কলটি করেন রোববার ১২টা ৪৫ মিনিটে।
কর্মকর্তারা জানান, মেক্সিকোতে তার বন্ধু ও বসের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন ফ্রান্সিসকো। প্রত্যেক কলের উত্তরে তাকে বলা হয়েছিল, তার আবদার জরুরি সেবার মধ্যে পড়ে না। তাতেও তিনি নিবৃত্ত না হয়ে শেষ কলটির কিছুণ পর পুলিশ এসে ফ্রান্সিসকোকে গ্রেফতার করে নিয়ে যায়।
No comments