বলিউডের সবচাইতে রোমান্টিক নায়ক আমির/আনুশকার সপ্নপূরণ
ক্যারিয়ারের শুরুতেই ‘রাবনে বানাদি জোরি’র
মত বিগ বাজেটের ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ হয়েছিলো আনুশকা
শর্মার। সেই ছবিতে তার অভিনয় বেশ প্রসংশিত হয়।
এরপর অল্প
সময়ে অনেক তারকার বিপরীতেই অভিনয় করেন তিনি। যশ চোপড়া পরিচালিত সর্বশেষ ছবি
‘জাব তাক হে জান’ ছবিতেও বেশ খোলামেলা রুপে ক্যামেরাবন্দি হয়েছেন আনুশকা।
সম্প্রতি তার অভিনীত ‘মাতরু কি বিজলী কা মানডোলা’ ছবিতে ইমরান খানের
বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি ইতিমধ্যে বেশ ভাল ব্যবসা সফলতা পেয়েছে। সেই
হিসেবে এই সময়ের সফল অভিনেত্রীদের মধ্যে আনুশকা বেশ এগিয়ে রয়েছেন অনেকের
চাইতে। তবে নতুন খবর হচ্ছে এবার আরেক খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন
আনুশকা। আর তিনি হলেন মিস্টার পারফেরকশনিস্ট খ্যাত দাপুটে অভিনেতা আমির
খান। এই প্রথম আমিরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আনুশকা। ছবির নাম ‘পিকে’।
ছবিটি পরিচালনা করছেন গুণী পরিচালক রাজকুমার হিরানী। ছবিতে বেশ কিছু
ঘনিস্ট দৃশ্যও ক্যামেরাবন্দি হতে দেখা যাবে আমির-অনুশকাকে। আর আমিরের সঙ্গে
প্রথমবারের মত অভিনয় করতে যাওয়ায় দারুণ খুশি ও উত্তেজিত আনুশকা। ছবিটি
‘থ্রী ইডিয়টস’ এর দর্শকপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে বলেই বিশ্বাস এই অভিনেত্রীর।
বেশ আতœবিশ্বাস নিয়েই এই বক্তব্যটি দিয়েছেন তিনি। কারণ অল্প সময়ে অনেক
ভিন্নধর্মি সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ ইতিমধ্যে করেছেন আনুশকা।
আমিরের বিপরীতে জুটিবদ্ধ হয়ে কাজ করা প্রসঙ্গে ২৪ বছর বয়সী আনুশকা শর্মা
বলেন, আমিরের সঙ্গে কাজ করা আসলে আমার সপ্ন ছিলো। এবার সেটা পূরণ হতে
যাচ্ছে। তাও আবার রাজকুমরা হিরানীর মত একজন গুণী পরিচালকের ছবিতে। ছবিটির
কাহিনী অনেক চমতকার। অনেক রোমান্টিক ও ঘনিস্ট দৃশ্য এখানে আমিরের সঙ্গে
করতে হবে। আমার কাছে আমির খানকে সব সময় বলিউডের সবচাইতে রোমান্টিক নায়ক মনে
হয়। সে কারণে আমি বেশ উত্তেজিত ও আনন্দিত যে তার সঙ্গে কাজ করার সুযোগ
হচ্ছে। আশা করছি ফেব্রয়ারি থেকে এই ছবির শুটিংটা ভালভাবেই শুরু করতে পারবো।
No comments