গারনিয়ারের বিজ্ঞাপনে দীপিকা!
বলিউড অভিনেত্রী দীপিকা সম্প্রতি গারনিয়ার নতুন বিজ্ঞাপনে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি গারনিয়ার এর একটি নতুন পণ্যের মডেল হবেন। গারনিয়ারের এই নতুন পণ্যটি মডার্ন ইন্ডিয়ান মহিলাদের জন্য বাজারে আসছে।
দীপিকা বলেছেন, ‘আমি গারনিয়ার এর পণ্যগুলোর ভক্ত। ব্র্যান্ডটির সাথে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি আশা করি সবাই পারফেক্ট ত্বক পাওয়ার জন্য গারনিয়ারের পণ্য ব্যবহার করবে।’
বর্তমানে সেলিব্রেটি ফেস হিসেবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গারনিয়ারের সাথে আছেন।
গারনিয়ারের জেনারেল ম্যানেজার নাথালি গারসছিটিন বলেছেন, ‘দীপিকা পাড়ুকোনকে আমাদের ব্র্যান্ডের সাথে পেয়ে আমরা রোমাঞ্চিত। তিনি ইন্ডিয়ার তরুণ,সমকালীন ও বুদ্ধিমতী মহিলাদের প্রতিনিধিত্ব করবেন।’
গারনিয়ারের জেনারেল ম্যানেজার নাথালি গারসছিটিন বলেছেন, ‘দীপিকা পাড়ুকোনকে আমাদের ব্র্যান্ডের সাথে পেয়ে আমরা রোমাঞ্চিত। তিনি ইন্ডিয়ার তরুণ,সমকালীন ও বুদ্ধিমতী মহিলাদের প্রতিনিধিত্ব করবেন।’
No comments