আফ্রিকার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হবে ঘানায়
ঘানায় আফ্রিকার সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি নির্মাণ করবে যুক্তরাজ্যভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্লু এনার্জি। নজিমা নামের এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছয় শতাংশ বাড়বে।
ব্লু এনার্জি গত মঙ্গলবার এ কথা জানিয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ৪০ কোটি ডলার। আগামী ছয় মাসের মধ্যে এর অর্থায়ন নিশ্চিত হবে বলে আশা করছে ব্লু এনার্জি। আর নির্মাণকাজ শুরু হবে এক বছরের মধ্যে। ১৫৫ মেগাওয়াটের এ বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু হবে ২০১৪ সালের গোড়ার দিকে। এর ফলে প্রায় এক লাখ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে। এতে স্থায়ী কর্মসংস্থান হবে ২০০ লোকের। আর নির্মাণের সময় ৫০০ লোকের কর্মসংস্থান হবে।
ঘানার এ সুদূরপ্রসারি পরিকল্পনা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি বিপ্লবে নেতৃত্ব দিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস ডিন। প্রকল্পের পরিচালক ডগলাস কোলম্যান জানান, তাঁরা এ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন করতে 'সোলার ফটোভল্টাইক' পদ্ধতি ব্যবহার করবেন। সূত্র : বিবিসি।
বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ৪০ কোটি ডলার। আগামী ছয় মাসের মধ্যে এর অর্থায়ন নিশ্চিত হবে বলে আশা করছে ব্লু এনার্জি। আর নির্মাণকাজ শুরু হবে এক বছরের মধ্যে। ১৫৫ মেগাওয়াটের এ বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু হবে ২০১৪ সালের গোড়ার দিকে। এর ফলে প্রায় এক লাখ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে। এতে স্থায়ী কর্মসংস্থান হবে ২০০ লোকের। আর নির্মাণের সময় ৫০০ লোকের কর্মসংস্থান হবে।
ঘানার এ সুদূরপ্রসারি পরিকল্পনা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি বিপ্লবে নেতৃত্ব দিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস ডিন। প্রকল্পের পরিচালক ডগলাস কোলম্যান জানান, তাঁরা এ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন করতে 'সোলার ফটোভল্টাইক' পদ্ধতি ব্যবহার করবেন। সূত্র : বিবিসি।
No comments