চিঠিপত্র- রুচির বাইরে
বেশ আনন্দের সঙ্গেই গত শুক্রবার (৩০ নভেম্বর ২০১২) প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’ পড়ছিলাম। দেবেশ রায়ের অন্তর্দৃষ্টিময় সাক্ষাৎকার, বিক্রম শেঠের উপভোগ্য বক্তৃতা—মন ভরে যাচ্ছিল। এসবের পরপর আলীম আজিজের ‘সাকিন নাই’ গল্পটি পড়তে গিয়ে মনটা বিতৃষ্ণ হয়ে উঠল।
বাংলাদেশের সাহিত্যজগতের খোঁজখবর আমার অল্পবিস্তর জানা। ফলে বড় কোনো ভুল না হয়ে থাকলে আমি অনুমান করতে পারছি, লেখাটি কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ করে লেখা। বুঝতে অসুবিধা হয় না, এ লেখাটির নির্জলা উদ্দেশ্য সেই ব্যক্তির মুখে কালিমা লেপন। তার পরিবারের সদস্যদেরও সামান্যতম রেয়াত দেওয়া হয়নি। লেখাটি অতি মাত্রায় নিষ্ঠুর ও বিদ্বিষ্ট।
প্রথম আলোর বিভিন্ন লেখালেখি ও কর্মকাণ্ডে যে রুচি, সংযম ও সহিষ্ণুতার পরিচয় পাই; যে মানবিক মনের আভাস দেখি—দুঃখের সঙ্গে বলতে হয়, এ গল্পটি তার একেবারে বাইরের একটি রচনা। লেখাটি পড়ে পাঠক হিসেবে আমি দুঃখ বোধ করেছি। পাঠক হিসেবে ভবিষ্যতে এ অভিজ্ঞতার পুনরাবৃত্তি প্রথম আলোতে প্রত্যাশা করি না।
আলম আজহার
বাবর রোড, ঢাকা।
প্রথম আলোর বিভিন্ন লেখালেখি ও কর্মকাণ্ডে যে রুচি, সংযম ও সহিষ্ণুতার পরিচয় পাই; যে মানবিক মনের আভাস দেখি—দুঃখের সঙ্গে বলতে হয়, এ গল্পটি তার একেবারে বাইরের একটি রচনা। লেখাটি পড়ে পাঠক হিসেবে আমি দুঃখ বোধ করেছি। পাঠক হিসেবে ভবিষ্যতে এ অভিজ্ঞতার পুনরাবৃত্তি প্রথম আলোতে প্রত্যাশা করি না।
আলম আজহার
বাবর রোড, ঢাকা।
No comments