ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের গাড়িতে হামলা, আহত ২
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান আলীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির কাচ ভেঙে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ গাড়ির চালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকালে কোষাধ্যক্ষ কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাঁর গাড়ি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর বাজারের কাছে পৌঁছালে মহাসড়কের পাশের ঝোপঝাড় থেকে ইট নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের শাখা কর্মকর্তা আবদুল আওয়াল ও গাড়িচালক।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরউদ্দিন মোল্লা জানান, কে বা কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরউদ্দিন মোল্লা জানান, কে বা কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments