বিচারপতি সাহাবুদ্দীনকে নিয়ে বক্তব্য- এরশাদের বিচার চাইলেন সাবেক ছাত্রনেতারা
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যের নিন্দা জানিয়েছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ১৭ জন সাবেক ছাত্রনেতা। তাঁরা অবৈধভাবে ক্ষমতা দখল, খুন-দুর্নীতির দায়ে সাবেক সামরিক শাসক এরশাদের বিচারের দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা এ দাবি করেন। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ দলীয় এক বৈঠকে বলেছিলেন, ক্ষমতায় গেলে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের বিচার করবেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক ছাত্রনেতারা এ বিবৃতি দেন।
বিবৃতিদাতারা হলেন: মোশতাক হোসেন, মুনীর উদ্দিন আহমেদ, আবুল হাসিব খান, খন্দকার মো. ফারুক, আনোয়ারুল হক, শিরিন আকতার, নুর আহমেদ, শফি আহমেদ, রুহিন হোসেন, রাগীব আহসান, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, বেলাল চৌধুরী, সাজ্জাদ জহির, রাজেকুজ্জামান, আবদুল্লাহ হিল কাইয়ুম, ওবায়দুর রহমান, আসলাম খান প্রমুখ। বিজ্ঞপ্তি।
বিবৃতিদাতারা হলেন: মোশতাক হোসেন, মুনীর উদ্দিন আহমেদ, আবুল হাসিব খান, খন্দকার মো. ফারুক, আনোয়ারুল হক, শিরিন আকতার, নুর আহমেদ, শফি আহমেদ, রুহিন হোসেন, রাগীব আহসান, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, বেলাল চৌধুরী, সাজ্জাদ জহির, রাজেকুজ্জামান, আবদুল্লাহ হিল কাইয়ুম, ওবায়দুর রহমান, আসলাম খান প্রমুখ। বিজ্ঞপ্তি।
No comments