সরকার টিকিয়ে রাখতে মাঠে নেমেছে কংগ্রেস by অমর সাহা
সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই সরকার চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইউপিএর শরিক দলের বাইরে থেকে সমর্থন আদায়ের চেষ্টা শুরু করেছে কংগ্রেস। মমতা ইউপিএ সরকার থেকে গত মঙ্গলবার সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর মনমোহন সিংয়ের সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়ে পড়ে।
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা এখনো রাষ্ট্রপতির কাছে সমর্থন প্রত্যাহার-সংক্রান্ত কোনো চিঠি দেননি। আজ শুক্রবার বেলা তিনটা পর্যন্ত সময় নিয়েছেন। আজ তাঁর দলের একজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিতে পারেন। এর পরই আনুষ্ঠানিকভাবে ইউপিএ সরকার থেকে বের হয়ে যাবে তাঁর দল।
কংগ্রেসও বসে নেই। সরকারকে টিকিয়ে রাখতে ইউপিএর শরিক ছাড়া অন্য দলের সমর্থন আদায়ের চেষ্টা করছেন কংগ্রেস নেতারা। গোপনে তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
লোকসভার ৫৪৫ আসনের মধ্যে এখন সদস্য আছেন ৫৪৩ জন। সরকারকে টিকিয়ে রাখতে ২৭২ সদস্যের সমর্থন প্রয়োজন। কিন্তু ইউপিএতে তৃণমূলের ১৯ সদস্য ছাড়া সমর্থন রয়েছে ২৫১ জনের। এখন কংগ্রেসকে সরকার টিকিয়ে রাখতে হলে আরও ২১ সাংসদের সমর্থন দরকার।
কংগ্রেস আশা করছে, সমাজবাদী পার্টির ২২ ও বহুজন সমাজ পার্টির ২১ জনের সমর্থন তারা পেতে পারে।
কংগ্রেসও বসে নেই। সরকারকে টিকিয়ে রাখতে ইউপিএর শরিক ছাড়া অন্য দলের সমর্থন আদায়ের চেষ্টা করছেন কংগ্রেস নেতারা। গোপনে তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
লোকসভার ৫৪৫ আসনের মধ্যে এখন সদস্য আছেন ৫৪৩ জন। সরকারকে টিকিয়ে রাখতে ২৭২ সদস্যের সমর্থন প্রয়োজন। কিন্তু ইউপিএতে তৃণমূলের ১৯ সদস্য ছাড়া সমর্থন রয়েছে ২৫১ জনের। এখন কংগ্রেসকে সরকার টিকিয়ে রাখতে হলে আরও ২১ সাংসদের সমর্থন দরকার।
কংগ্রেস আশা করছে, সমাজবাদী পার্টির ২২ ও বহুজন সমাজ পার্টির ২১ জনের সমর্থন তারা পেতে পারে।
No comments