জামায়াত নিষিদ্ধ করার দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল

যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে হরতালের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত কর্মসূচি জানানো হবে।
এ বিষয়ে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, 'যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে আগামীকাল আমরা কর্মসূচি ঘোষণা করব।'
সূত্রে জানা যায়, যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত নিয়েছে সিপিবি ও বাসদ। নাম না প্রকাশ করার শর্তে সিপিবির কেন্দ্রীয় নেতা বলেন, 'আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হবে কালকের (আজ শুক্রবার) সংবাদ সম্মেলনে।'
সাম্প্রতিক সময় দেশব্যাপী যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে সিপিবি ও বাসদ।
« পূর্ববর্তী সংবাদ
  
পরবর্তী সংবাদ »
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মূল পাতা প্রথম পাতা

No comments

Powered by Blogger.