ভূতের ভয় by রফিকুর রশীদ
ভূতের ভয়ে যতই লুকাও
ভূত তোমাকে ছাড়বে না
ভূত তোমাকে ছাড়বে না
সুযোগ পেলেই মটকাবে ঘাড়
তার সাথে ভাই পারবে না।
ভূতগুলো খুব পাজি—
সহজ কথায় নামতে কি চায়!
দুষ্টুমি তার থামতে কি চায়!
উচিত কথায় দন্ত খিঁচায়,
কাঁধ থেকে সে নামবে না ভাই
ধরবে জীবন বাজি।
খুব ভালো হয়—বুকের কপাট
যুক্তি ছাড়া খুলবে না,
ভূতের ভয়ে তোমার ওবুক
মোটেই তখন দুলবে না।
ঢুকতে যদি না পারে তো
বাঁধবে কোথায় বাসা?
ভয় দেখাবে কেমন করে
ভুতুই সর্বনাশা!
তার সাথে ভাই পারবে না।
ভূতগুলো খুব পাজি—
সহজ কথায় নামতে কি চায়!
দুষ্টুমি তার থামতে কি চায়!
উচিত কথায় দন্ত খিঁচায়,
কাঁধ থেকে সে নামবে না ভাই
ধরবে জীবন বাজি।
খুব ভালো হয়—বুকের কপাট
যুক্তি ছাড়া খুলবে না,
ভূতের ভয়ে তোমার ওবুক
মোটেই তখন দুলবে না।
ঢুকতে যদি না পারে তো
বাঁধবে কোথায় বাসা?
ভয় দেখাবে কেমন করে
ভুতুই সর্বনাশা!
No comments