কৌতুক
জীবনে প্রথম জেব্রাকে দেখে এক ঘোড়া প্রশ্ন করল আরেক ঘোড়াকে, ওটা আবার কে?
ওটাও ঘোড়া। জেলখানায় ছিল নিশ্চয়। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনো।
ওটাও ঘোড়া। জেলখানায় ছিল নিশ্চয়। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনো।
বাবা ও ছেলের মধ্যে কথোপকথন
বাবা: বলো তো তোমাকে যদি এক ট্রেতে করে কিছু টাকা আর জ্ঞান এনে দেওয়া হয়, তুমি কোনটা নেবে?
ছেলে: কেন, টাকা।
বাবা: দূর বোকা, আমি হলে জ্ঞানটাই নিতাম।
ছেলে: বাবা, যার অভাব যেটার, সে তো সেটা নেবেই।
বিল্টু ও তার বাবার কথোপকথন
বিল্টু: আচ্ছা বাবা, বলো তো, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটা?
বাবা: কোনটা?
বিল্টু: হাতি। হাতি হচ্ছে সবচেয়ে হাসিখুশি প্রাণী।
বাবা: কেন, হাতি কেন সবচেয়ে হাসিখুশি প্রাণী?
বিল্টু: কেন, দেখ না, হাতি সব সময় দাঁত বের করে থাকে।...তাই হাতি সবচেয়ে হাসিখুশি প্রাণী।
সংগ্রহ: আল ইমরান, বগুড়া
বাবা: বলো তো তোমাকে যদি এক ট্রেতে করে কিছু টাকা আর জ্ঞান এনে দেওয়া হয়, তুমি কোনটা নেবে?
ছেলে: কেন, টাকা।
বাবা: দূর বোকা, আমি হলে জ্ঞানটাই নিতাম।
ছেলে: বাবা, যার অভাব যেটার, সে তো সেটা নেবেই।
বিল্টু ও তার বাবার কথোপকথন
বিল্টু: আচ্ছা বাবা, বলো তো, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটা?
বাবা: কোনটা?
বিল্টু: হাতি। হাতি হচ্ছে সবচেয়ে হাসিখুশি প্রাণী।
বাবা: কেন, হাতি কেন সবচেয়ে হাসিখুশি প্রাণী?
বিল্টু: কেন, দেখ না, হাতি সব সময় দাঁত বের করে থাকে।...তাই হাতি সবচেয়ে হাসিখুশি প্রাণী।
সংগ্রহ: আল ইমরান, বগুড়া
No comments