সবচেয়ে আবেদনময়ী এশিয়ান নারী প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া এবার বিশ্বে সবচেয়ে আবেদনময়ী এশিয়ান নারীর শিরোপা জয় করেছেন। এশিয়ান উইকলি ইস্টার্ন আই এক অনলাইন জরিপের মাধ্যমে তাকে এ বিশেষ মর্যাদায় ভূষিত করেছে।
৩০ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমান চ্যাম্পিয়ন কারিনা কাপুর এবং তিন বারের শিরোপা জয়ী ক্যাটরিনা কাইফকে পরাজিত করে এবারের সবচেয়ে আবেদনময়ী এশিয়ান নারীর শিরোপা জয় করেন। এশিয়ান উইকলি ইস্টার্ন আই বলেছে নতুন এ অনলঅইন জরিপে প্রিয়াঙ্কা চোপড়া শীর্ষে রয়েছেন। এরপরই কারিনা কাপুর রয়েছেন দ্বিতীয় এবং ক্যাটরিনা কাইফ রয়েছেন তৃতীয় অবস্থানে।
No comments